آداب السلام والاستئذان
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যায়েদ ইবন হারেসাহ মদীনায় আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ছিল। তিনি আমার বাড়িতে আসলো এবং দরজায় নক করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় টাঁনতে টাঁনতে তার দিকে অগ্রসর হলো তার সাথে কোলাকুুুুলি করল এবং তাকে চুমু দিল।
عن عائشة -رضي الله عنها-، قالت: قدم زيد بن حارثة المدينةَ ورسول الله -صلى الله عليه وسلم- في بيتي، فأَتَاهُ فَقَرَعَ البابَ، فقام إليه النبي -صلى الله عليه وسلم- يَجُرُّ ثَوْبَهُ، فاعْتَنَقَهُ وقَبَّلَهُ.
شرح الحديث :
যায়েদ ইবন হারেসাহ রাদিয়াল্লাহু আনহুর আগমন বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদীস। তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অনুমতি চাইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবন হারেসার আগমনে খুশি ও আনন্দিত হয়ে এবং তার সাথে তাড়াতাড়ি সাক্ষাত করার লক্ষে তিনি তার স্বীয় কাপড় টাঁনতে টাঁনতে উঠে দাড়ালেন। এমনকি তিনি ভালোভাবে চাদর পরিধাণও করতে পারেননি তাই তা টেঁনে ধরছিল এবং তার সাথে কোলাকুলি করল এবং তাকে চুমু দিল।