أحكام ومسائل الجهاد
উকবা ইবন আমের রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক মারফু‘ হিসেবে বর্ণিত,“যে ব্যক্তি তীর নিক্ষেপের জ্ঞান অর্জন করল, তারপর সে তা পরিত্যাগ করল, সে আমাদের দলভুক্ত নয় অথবা সে পাপ করল।”
عن عقبة بن عامر-رضي الله عنه- مرفوعاً: «مَنْ عُلِّمَ الرَّمْيَ، ثم تَرَكَه، فليس مِنَّا، أو فقد عَصَى».
شرح الحديث :
হাদীসটির অর্থ: যে ব্যক্তি ধনুকের দ্বারা তীন নিক্ষেপ করা শিখল এবং অনুরূপ বর্তমান যুগে কেউ জিহাদের অস্ত্র চালানো শিখলো অতঃপর তা ছেড়ে দিল বা তা অকার্যকর করে ফেলল, সে আমাদের থেকে নয়। অর্থাৎ আমাদের আদর্শধারী এবং সুন্নাতের অনুসারীদের থেকে নয়। অথবা সে নাফরমানী করল। এটি বর্ণনাকারীর সন্দেহ যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, “আমাদের থেকে নয়” বলেছেন নাকি “সে নাফরমানী করল” বলছেন।