الأخلاق الحميدة
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “হিংসা বা পরশ্রীকাতরতা নেক আমলসমূহ খেয়ে ফেলে, মেযন আগুন জ্বালামী কাঠ খেয়ে ফেলে।”
عن أبي هريرة -رضي الله عنه مرفوعاً: «إيَّاكم والحسدَ, فإن الحسد يأكل الحسناتِ, كما تأكل النارُ الحَطَبَ».
شرح الحديث :
হাদীসটিতে হিংসা থেকে সতর্ক করা হয়েছে। যার মধ্যে হিংসা পাওয়া যাবে, তা তার নেক আমলসমূহকে ধ্বংস করে দেবে এবং তার সাওয়াবকে নষ্ট করে দিবে যেমনটি আগুন লাকড়ীকে জ্বালিয়ে দেয় এবং তাকে ছাইয়ে পরিণত করে।