صفة الصلاة
নু‘আইম আল-মুজমির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ হুরায়রার পিছনে সালাত আদায় করলাম। তিনি প্রথমে পড়লেন বিসমিল্লাহির রাহমানির রাহীম। তারপর সূরা ফাতিহা পাঠ করলেন। যখন তিনি (غير المغضوب عليهم ولا الضالين) পর্যন্ত পৌঁছলেন, তখন ‘আমীন’ বললেন। তারপর সকল লোক বলল, আমীন। যখনই তিনি সিজদা করতেন তখন বলতেন ‘আল্লাহু আকবর’। আর যখন দ্বিতীয় রাক‘আতে বসা থেকে দাঁড়াতেন তখনও ‘আল্লাহু আকবর’ বলতেন। তিনি সালাম ফিরিয়ে বললেন, “যাঁর হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে তোমাদের থেকে বেশী সাদৃশ্যপূর্ণ।”
عن نُعَيم المُجْمِر قال: صَلَّيت وراء أبي هريرة فقرأ: ﴿بسم الله الرحمن الرحيم﴾، ثم قرأ بأم القرآن حتى إذا بلغ ﴿غير المغضوب عليهم ولا الضالين﴾ فقال: «آمين». فقال الناس: آمين، ويقول كلما سجد: «الله أكبر»، وإذا قام من الجلوس في الاثْنَتَين قال: «الله أكبر»، وإذا سلم قال: «والذي نفسي بيده، إني لأَشْبَهُكُم صلاة برسول الله -صلى الله عليه وسلم-».
شرح الحديث :
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসে বর্ণিত হয়েছে যে, তিনি সালাতে সূরা ফাতিহা পড়ার পূর্বে বিসমিল্লাহ উচ্চস্বরে পাঠ করতেনে। সিজদা করার সময় আল্লাহু আকবর বলতেন এবং এতে স্বর উচ্চ করতেন। তিনি তার এ কাজকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করেছেন বলে তাঁর দিকে সম্পৃক্ত করেছেন। তবে অধিকাংশ সহীহ হাদীস অনুযায়ী সালাতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ আস্তে (নিম্নস্বরে) পড়া বর্ণিত হয়েছে। যেমন আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে যে, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম, আবূ বরক, ‘উমার ও ‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহুমগণ ‘আলহামদুলিল্লাহি রাব্বিল ‘আলামীন’ বলে কিরাত শুরু করতেন (অর্থাৎ বিসমিল্লাহ নিম্বস্বরে পড়ে ফাতিহা উচ্চস্বরে শুরু করতেন)।