أخطاء المصلين
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে বৎস তুমি সালাতে এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকো। কারণ, সালাতে এদিক সেদিক তাকানো ধ্বংসের কারণ। যদি তা করতেই হয়, তাহলে তুমি নফল সালাতে করবে ফরয সালাতে নয়”।  
عن أنس -رضي الله عنه- قال: قال لي رسول الله -صلى الله عليه وسلم-: «يا بُنَيَّ، إِيَّاك والالتِفَات في الصلاة، فإن الالتِفَات في الصلاة هَلَكَة، فإن كان لا بُدَّ ففي التَّطَوُّعِ لا في الفَريضة».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে সালাতে এদিক সেদিক তাকানো বিষয়ে সতর্ক করেন। তিনি তাকে জানান যে, সালাতে এদিক সেদিক তাকানো ধ্বংস। কারণ, এটি হলো শয়তানের পাবন্দি করা যা ধ্বংসের কারণ হয়। এদিক সেদিক তাকিয়ে সালাত আদায় করা দ্বারা সালাত পরিপূর্ণ না হয়ে তাতে ঘাটতি দেখা দেয় এবং এটি অনেক সময় কোন সাওয়াব ছাড়াই সালাত থেকে বের হওয়ার পরিণতির দিকে পৌঁছায়। তারপরও যদি এদিক সেদিক তাকাতেই হয়, তা যেন নফল সালাতে হয়। কারণ, নফল সালাতের বিষয়টি ফরয সালাত থেকে হালকা।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية