سنن الصلاة
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফ“ হিসেবে বর্ণিত, কোন কিছু (সামনে দিয়ে যাওয়া দ্বারা) সালাত বাতিল হয় না। যতটুকু পার প্রতিহত করো। কারণ, সে শয়তান।
عن أبي سعيد الخدري -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «لا يَقْطَع الصلاة شيء وادْرَءُوا مَا اسْتَطَعْتُم فإنَّما هو شَيطَان».
شرح الحديث :
আবূ সাঈদ খুদরী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, “কোন কিছু (সামনে দিয়ে যাওয়া দ্বারা) সালাতকে নষ্ট করে না”। অর্থাৎ মুসল্লির সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করা সালাতকে বাতিল করে না। আর যতটুকু পার প্রতিহত করো। অতিক্রমকারীকে যতটুকু পার প্রতিহত কর। কেউ কেউ বলেছেন, মহিলা ইত্যাদি অতিক্রম দ্বারা সালাত নষ্ট হওয়ার হাদীস এ হাদীস দ্বারা রহিত। তার বাণী: কারণ, সে অর্থাৎ অতিক্রমকারী শয়তান। এটি গভীর সাদৃস্য করণ।