نواقض الوضوء
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় ঘুমিয়ে পড়তেন এবং নিশ্বাস ছাড়তেন। অতঃপর দাঁড়িয়ে সালাত আদায় করত কিন্তু ওযু করতেন না। তিনি বলেন, আমি তাকে বললাম, আপনি সালাত আদায় করলেন, ওযু করলেন না অথচ আপনি ঘুমিয়েছেন। তিনি বললেন, “ওযু তার ওপর ওয়াজিব হয় যে শুয়ে ঘুমায়।”
عن ابن عباس -رضي الله عنهما-: أن رسول الله -صلى الله عليه وسلم- «كان يسجد وينام ويَنْفُخُ ثم يقوم فيصلي ولا يتوضأ» قال فقلت له: صليت ولم تتوضأ وقد نِمْتَ؟ فقال: «إنما الوضوء على من نام مُضْطَجِعًا».
شرح الحديث :
হাদীটিতে বলা হয়েছে যে, হালকা ঘুম ওযু ভঙ্গ করে না। যেমন, দাঁড়ানো ও বসা অবস্থায় ঘুমানো। তবে গভীর ঘুম অথবা শয়ন অবস্থায় ঘুম অবশ্যই ওযু ভঙ্গ করে। কারণ, তখন তার দেহের জোড়াগুলো ঢিলেঢালা হয় এবং তার মলদ্বার থেকে বাতাস বের হওয়া অনিরাপদ হয়।