الأخلاق الحميدة
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, নিশ্চয় কোমলতা যেকোনো কিছুকে সৌন্দর্যমণ্ডিত করে। আর কোনো কিছু থেকে কোমলতা বিদূরিত হলে তা তাকে কলুষিত করে।  
عن عائشة -رضي الله عنها- أن النبي -صلى الله عليه وسلم- قال: «إن الرفق لا يكون في شيء إلا زانه، ولا ينزع من شيء إلا شانه».

شرح الحديث :


কোমলতা অবলম্বনকারী ব্যক্তি তার প্রয়োজন পুরোটা বা আংশিক পূর্ণ করতে পারে আর সহিংস ব্যক্তি তার প্রয়োজন পূরণ করতে পারে না। আর যদি পূরণ করে, তবে তা অনেক কষ্টের পরেই কেবল লাভ করে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية