الأخلاق الحميدة
আবূ মাসউদ আল-বাদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখালো, তার জন্য রয়েছে আমলকারীর সমপরিমাণ সাওয়াব।”
عن أبي مسعود البدري -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: «من دلَّ على خير, فله مثلُ أجرِ فاعلِه».
شرح الحديث :
এটি একটি মহান হাদীস। হাদীসটি প্রমাণ করে, যে ব্যক্তি অন্যকে কোনো ভালো কাজের দিকে পথ দেখায়, সে আমল কারীর মতোই বিনিময় লাভ করে। এটি সামিল করে কথার দ্বারা পথ দেখানোকে যেমন, তা‘লীম দেওয়া, কাজের দ্বারা পথ দেখানোকে। আর তা হলো উত্তম অনুকরণীয় হওয়া।