الأخلاق الحميدة
আবূ যার আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করো না। যদিও সেটি তোমার (মুসলিম) ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত করা হয়।”  
عن أبي ذر الغفاري -رضي الله عنه- مرفوعاً: «لا تَحْقِرَنَّ من المعروف شيئا, ولو أن تَلْقَى أخاك بوجه طَلْق».

شرح الحديث :


কারো সাথে সাক্ষাতের সময় হাঁসি মুখে সাক্ষাত করা মুস্তাহাবের পক্ষে হাদীসটি প্রমাণস্বরূপ। এটি এমন এক ভালো কাজ যে, একজন মুসলিমের জন্য উচিৎ হলো এ ব্যাপারে যত্মবান হওয়া এবং তাকে হেয় না জানা। কারণ, এতে রয়েছে মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মিতা এবং তাকে আনন্দ দেওয়া।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية