الأخلاق الحميدة
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, চুপ থাকা বুদ্ধিমত্তা, আর কম লোকই তা করে থাকে।  
عن أنس بن مالك -رضي الله عنه- مرفوعاً: «الصمت حِكَمٌ، وقليل فاعله».

شرح الحديث :


হাদীসটিতে রয়েছে চুপ থাকার ফযীলত, আর তা হলো বুদ্ধিমত্তা। তবে কম মানুষই আছে যে চুপ থাকার চরিত্রকে গ্রহণ করে এবং চুপ থাকতে পছন্দ করে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية