الأخلاق الحميدة
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, চুপ থাকা বুদ্ধিমত্তা, আর কম লোকই তা করে থাকে।
عن أنس بن مالك -رضي الله عنه- مرفوعاً: «الصمت حِكَمٌ، وقليل فاعله».
شرح الحديث :
হাদীসটিতে রয়েছে চুপ থাকার ফযীলত, আর তা হলো বুদ্ধিমত্তা। তবে কম মানুষই আছে যে চুপ থাকার চরিত্রকে গ্রহণ করে এবং চুপ থাকতে পছন্দ করে।