الأخلاق الحميدة
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন একই গর্তে দু’বার দংশিত হয় না।”  
عن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: «لا يُلْدَغُ المؤمنُ من جُحْرٍ واحد مرتين».

شرح الحديث :


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংবাদ দেন যে, মুমিন একই স্থান থেকে দুইবার আক্রান্ত হন না। সুতরাং তাকে অবশ্যই সাবধান, সতর্ক ও সচেতন হওয়া দরকার; যাতে সে অমনোযোগী হয়ে ধোঁকায় পড়ে না যায়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية