الأخلاق الحميدة
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে মারফূ হিসেবে বর্ণিত, “জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলল, আমাকে উপদেশ দিন, তিনি বললেন, রাগান্বিত হয়ো না। সে কয়েকবার একই প্রশ্ন করল। প্রকিবারই তিনি বললেন, রাগ করো না।”
عن أبي هريرة -رضي الله عنه-: أن رجلًا قال للنبي -صلى الله عليه وآله وسلم-: أوصني، قال لا تَغْضَبْ فردَّدَ مِرارًا، قال لا تَغْضَبْ».
شرح الحديث :
জনৈক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট আবেদন করল, তিনি যেন তাকে এমন কিছু শিক্ষা দেন, যা তাকে দুনিয়া ও আখিরাতে উপকার করবে।তিনি তাকে নির্দেশ দিলেন, সে যেন রাগান্বিত না হয়। তার নির্দেশ “রাগ করো না” এর মাধ্যমে মানুষের অনেক অনিষ্টই দূর করা হয়েছে।