ذم حب الدنيا
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যদি আমার নিকট উহুদ পাহাড় সমান সোনা থাকত, তাহলে আমি এতে আনন্দিত হতাম যে, ঋণ পরিশোধের পরিমাণ মত বাকী রেখে অবশিষ্ট সবটাই তিন দিন অতিবাহিত না হতেই আল্লাহর পথে খরচ করে ফেলি।”  
عن أبي هريرة -رضي الله عنه- عن رسول الله -صلى الله عليه وسلم- قال: «لو كان لي مِثْلُ أحدٍ ذهبًا، لسرني أن لا تمر عليَّ ثلاث ليالٍ وعندي منه شيءٌ إلا شيء أرْصُدُهُ لِدَيْنٍ».

شرح الحديث :


আমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হতাম, সবই আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম। পাওনা পরিশোধ করা ও আমার ওপরস্থ ঋণ আদায় করা পরিমাণ সম্পদ ছাড়া তার কিছুই অবশিষ্ট রাখতাম না।”  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية