صفات الجنة والنار
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, “জান্নাত তোমাদের কারো জুতোর ফিতার চেয়েও অধিক নিকটবর্তী এবং জাহান্নামও তদ্রুপ।”  
عن ابن مسعود -رضي الله عنه- قال: قال النبي -صلى الله عليه وسلم-: «الجنة أقرب إلى أحدكُم من شِرَاكِ نَعْلِه، والنار مِثلُ ذلك».

شرح الحديث :


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, জান্নাত ও জাহান্নাম মানুষের পায়ে হেঁটে ভ্রমন করার মতোই খুব নিকটবর্তী। কারণ,আল্লাহর সন্তুষ্টি লাভে সে কোন একটি ভালো আমল করল, সে ধারণা করেনি যে, তা এ পর্যন্ত পৌঁছবে কিন্তু দেখা গেল তা তাকে জান্নাতুন না‘ঈমে পৌঁছে দিল। আর কোন সময় এমন একটি অপরাধ করল, যার প্রতি সে ভ্রুক্ষেপ করে না, অথচ তা আল্লাহর অসন্তুষ্টির কারণ হলো, ফলে তার কারণে সে জাহান্নামের এতো এতো বছরের দূরত্বে নিক্ষিপ্ত হলো অথচ সে জানে না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية