صلاة الضحى
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বার রাক‘আত চাশতের সালাত পড়লো, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি স্বর্ণের ইমারত নির্মাণ করেন।  
عن أنس بن مالك -رضي الله عنه-، قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «مَن صلَّى الضَّحى ثِنْتَيْ عشرة ركعة بَنى الله له قَصرا من ذَهب في الجنَّة».

شرح الحديث :


এ হাদীসটিতে চাশতের সালাতের ফযীলত এবং যে ব্যক্তি তার হিফাযত করবে তার জন্য যে মহা প্রতিদান রয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেনে যে, যে ব্যক্তি বার রাক‘আত চাশতের সালাত পড়লো, আল্লাহ প্রতিদান হিসেবে তার জন্য জান্নাতের মধ্যে স্বর্ণ দ্বারা একটি মহান ইমারত নির্মাণ করে দেবেন। এটি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি বিশেষ রহমত। আর চাশতের সময় হলো এক তীর পরিমাণ সূর্য উপরের দিক ওঠা থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়ার কিছু সময় আগ পর্যন্ত। আর কিছু সময়কে দশ মিনিট বলেও হিসাব করা হয়ে থাকে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية