أذكار الصلاة
সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের সালাম ফিরাতেন তিনবার আসতাগফিরুল্লাহ এবং হে আল্লাহ তুমি শান্তি, তোমার থেকেই শান্তি, তুমি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব!
عن ثَوْبَان -رضي الله عنه- قال: كان رسول الله -صلى الله عليه وسلم- إذا انْصَرف من صلاته اسْتَغْفَر ثلاثا، وقال: «اللهُمَّ أنت السَّلام ومِنك السَّلام، تَبَارَكْتَ يا ذا الجَلال والإكْرَام».
شرح الحديث :
হাদীসটিতে এক মুসল্লী সালাত শেষ করার পর আসতাগফিরুল্লাহ তিনবার বলা মুস্তাহাব হওয়ার বিষয়টি আলোচনা করা হয়েছে। তারপর এ দো‘আ বলবে। হে আল্লাহ তুমি শান্তি, তোমার থেকেই শান্তি, তুমি বরকতময়। হে মহিমাময় ও মহানুভব! সালাতের শেষে বলা যায় এ ধরনের আরও দো‘আ রয়েছে যা বিভিন্ন হাদীসে বর্ণিত আছে।