صفة الصلاة
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করা পর্যন্ত ফজরের সালাতে কুনুত পড়তেন”।  
عن أنس بن مالك -رضي الله عنه- قال: «ما زال رسول الله -صلى الله عليه وسلم- يقنت في الفجر حتى فارق الدنيا».

شرح الحديث :


হাদীস শরীফটি প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে তার মৃত্যুর আগ পর্যন্ত সব সময় কুনুত পড়তেন। তবে হাদীসটি সহীহ নয়। এ অর্থে প্রমানিত কোন হাদাীস নেই। তার প্রসিদ্ধ আদর্শ হলো বিপদের সময় সব সালাতে কুনুত পড়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية