شروط الصلاة
মারসাদ আল গানাবী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না এবং তার ওপর বসিও না”।
عن مَرْثَد الغَنَويّ -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- أنه قال:«لا تصلُّوا إلى القُبُور، ولا تجلِسُوا عليها».
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে মুখ করে সালাত আদায় করা থেকে নিষেধ করেছেন। যেমন, কবর মুসল্লীর সামনে হবে। অনুরূপভাবে কবরের ওপর বসতে নিষেধ করেছেন। আর বসার মতই হচ্ছে তার ওপর পা রেখে তাকে অসম্মান করা অথবা তার ওপর পেশাব পায়খানা করা। এ গুলো সবই হারাম।