الأذان والإقامة
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, সুন্নাত হলো ফজরের আযানে মু‘আজ্জিন হাইয়্যা আলাল ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলবে।
عن أنس -رضي الله عنه- قال: من السنة إذا قال المؤذن في أذان الفجر: حيَّ على الفلاح، قال: الصلاة خير من النوم.
شرح الحديث :
হাদীস শরীফটি স্পষ্ট করে যে, ফজরের সালাতের আযানে এমন একটি বাক্য রয়েছে যা বাকী সালাতে নেই। আর তার স্থান হলো মুয়াযিযনের হাইয়া আলা ফালাহ বলার পর আস সালাতু খাইরুম মিনান নাওম বলা।