التشبه المنهي عنه
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ইয়াহূদী ও খৃস্টানরা (দাঁড়ি ও চুলে) রং লাগায় না। অতএব তোমরা (রং লাগিয়ে) তাদের বিপরীত কাজ করো।”
عن أبي هريرة -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: «إن اليهود والنصارى لا يصبغون، فخالفوهم».
شرح الحديث :
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন, “ইয়াহূদী ও খৃস্টানরা তাদের চুল ও দাঁড়িতে রং লাগায় না; বরং তারা তা সাদা রেখে দেয়। তাই তিনি চুলে রং লাগাতে ও দাঁড়ি ও মাথায় রং লাগিয়ে তাদের বিপরীত কাজ করতে নির্দেশ দিয়েছেন।