الأخلاق الذميمة
ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি শাস্তিযোগ্য অপরাধ ছাড়াই নিজের গোলামকে মারধর করে অথবা তাকে চপেটাঘাত করে, তাকে মুক্ত করে দেওয়াই হচ্ছে তার কাফফারা।”
عن ابن عمر -رضي الله عنهما- أن النبي -صلى الله عليه وسلم- قال: «من ضرب غلاما له حدا لم يأته، أو لَطَمَه، فإن كفارته أن يعتقه».
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে পাপ করলে শাস্তি হতে পারে এমন পাপ করা ছাড়াই নিজের গোলামকে যে ব্যক্তি মারধর করে অথবা চপেটাঘাত করে, তাকে মুক্ত করে দেওয়াই হচ্ছে তার কাফফারা।