توحيد الأسماء والصفات
হুযায়ফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফ‘ হিসেবে বর্ণিত: “আল্লাহ সকল স্রষ্টার স্রষ্টা এবং তার সৃষ্টিরও স্রষ্টা।”  
عن حذيفة -رضي الله عنه- مرفوعاً: «إنَّ اللهَ يصنعُ كلَّ صانعٍ وصنعَتَه».

شرح الحديث :


আল্লাহ সকল কারিগর এবং কারিগররা যা তৈরি করেন তারও সৃষ্টি কারক। এতে প্রমাণিত হয় যে, নিশ্চয় বান্দার কর্মসমূহ মাখলুক। আল্লাহ বান্দাদের সৃষ্টি করেছেন এবং তাদের কর্মসমূহও সৃষ্টি করেছেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية