الصفات الخَلْقية
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কুরআন।’  
عن عائشة -رضي الله عنها- قالت: كان خُلُقُ نَبي اللِه -صلى الله عليه وسلم- القرآن.

شرح الحديث :


অর্থাৎ তিনি কুরআনের গুণে গুণান্বিত হতেন। কুরআন যার আদেশ করেছে সেটা তিনি পালন করেছেন, আর যেটা নিষেধ করেছেন সেটা থেকে তিনি বিরত থেকেছেন। চাই তা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে হোক বা আল্লাহর বান্দাদের সাথে লেনদেনের ক্ষেত্রে হোক। বস্তুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কুরআন। এ হাদীসে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এ কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, আমরা যদি রাসূলের চরিত্রে চরিত্রবান হতে চাই আমাদের জন্য জরুরি হলো, আমরা যেন কুরআনের চরিত্রে চরিত্রবান হই। কারণ, কুরআনই হলো রাসূলের চরিত্র।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية