آداب السلام والاستئذان
একজন ইয়াহুদী তার সাথীকে বলল, তুমি আমাদেরকে নিয়ে এ নবীর কাছে যাও। তারপর তারা দু’জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো ও তাকে সুস্পষ্ট নয়টি নিদর্শন সম্পর্কে জিজ্ঞাসা করল। তারপর তিনি—তারা দু’জন তার হাত ও পায়ে চুমু দিলো এবং বললো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি নবী— পযর্ন্ত হাদীসটি উল্লেখ করেন।
قال يهوديٌّ لصاحِبه: اذهبْ بِنا إلى هذا النبي، فأتيا رسول الله -صلى الله عليه وسلم- فسألاه عن تِسع آيات بَيِّنات ... فذكر الحديث إلى قوله: فَقَبَّلا يَدَهُ ورِجْلَه، وقالا: نَشهدُ أنَّك نبي.
شرح الحديث :
সাফওয়ান ইবন আস্সাল রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীস। একজন ইয়াহুদী তার সাথীকে বলল, তুমি আমাদেরকে নিয়ে এ নবীর কাছে যাও। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করছে। আমরা তাকে “আমি মূসাকে নয়টি নিদর্শন দিয়েছি” আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যে নয়টি নির্দশন উল্লেখ করেন, ফলে তারা দু’জন তার হাত ও পায়ে চুমু দিলো এবং বললো, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি নবী।