الشروط في النكاح
‘উকবা ইবন ‘আমের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় শর্তাবলীর মধ্যে অধিক পূরনীয় হলো সেই শর্ত যার মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদেরকে হালাল করেছ।”
عن عقبة بن عامر -رضي الله عنه- مرفوعاً: «إن أحَقَّ الشُّروط أن تُوفُوا به: ما استحللتم به الفروج».
شرح الحديث :
স্বামী ও স্ত্রী প্রত্যেকের বিবাহ বন্ধনে কতিপয় লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। ফলে তারা একে অপরকে কিছু শর্তারোপ করে যাতে তা আঁকড়ে রাখে ও পূরণ করে। তাছাড়া এমন কতিপয় শর্ত রয়েছে যা পূরণ করাই বিবাহ বন্ধনের মূল লক্ষ্য। কেননা বিবাহের শর্তাবলী অত্যন্ত সম্মানিত ও দৃঢ়তার সাথে পালনীয়। যেহেতু এ শর্তাবলীর মাধ্যমেই সে তার স্ত্রীকে হালাল করেছে। তাই ন্যায়পরায়ন বিজ্ঞ শরী‘আত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব শর্তাবলী পূরণ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, “নিশ্চয় শর্তাবলীর মধ্যে সর্বাপেক্ষা অধিক পূরনীয় হলো সেই শর্ত যার মাধ্যমে স্ত্রীদেরকে হালাল করা হয়েছে এবং যার দ্বারা যৌন সম্ভোগ বৈধ হয়েছে।”