آداب وأحكام السفر
আবূ সা‘ঈদ ও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু হিসেবে বর্ণিত,“যখন তিনজন ব্যক্তি কোনো সফরে বের হবে, তখন তারা যেন তাদের একজনকে আমীর বানিয়ে নেয়।”  
عن أبي سعيد وأبي هريرة -رضي الله عنهما- مرفوعاً: «إذا خرج ثلاثة في سفر فَلْيُؤَمِّرُوا أحدهم».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরদের নির্দেশ দিচ্ছেন যে, তারা যেন তাদের থেকে একজনকে আমীর নিযুক্ত করে। যে তাদের মধ্যে উত্তম ও সঠিক সিদ্ধান্তের অধিকারী, যেন তিনি তাদের যাবতীয় কর্মের অভিভাবকত্ব করতে পারেন। কারণ, তারা যদি তাদের কাউকে আমীর না বানায় তাদের কাজকর্ম অগোছালো হয়ে যাবে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية