لباسه صلى الله عليه وسلم
আসমা বিনতে ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জামার হাতা কব্জি পর্যন্ত লম্বা ছিল।  
عن أسماء بنت يزيد -رضي الله عنها- قالت: كان كُمُّ قميص رسول الله صلى الله عليه وسلم إلى الرُّصْغِ.

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার হাতা হাতের তালু ও বাহুর মাঝের কব্জি পযন্ত ছিল। কিন্তু হাদীসটিতে দূর্বলতা রয়েছে। তবে তার বিরোধিতা করে এমন কোনো বর্ণনা বর্ণিত হয় নি।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية