الأخلاق الحميدة
‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। তিনি বলতেন, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যে নৈতিকতায় সর্বোত্তম।”
عن عبد الله بن عمرو بن العاص -رضي الله عنهما- مرفوعاً: قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشاً ولا متفحشاً، وكان يقول: «إن من خياركم أحسنكم أخلاقًا».
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোনো অবস্থাতেই অশ্লীল ভাষী ও অন্যায় কর্ম সম্পাদনকারী ছিলেন না। তিনি সে রকম কোনো কাজ ইচ্ছা-অনিচ্ছায়ও করেন নি, বরং তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বলেছেন, সে ব্যক্তি সর্বোত্তম মুমিন যে সর্বোত্তম চরিত্রের; কেননা উত্তম চরিত্র ভালো কাজের দিকে আহ্বান করে ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।