فوائد ذكر الله عز وجل
ইবন মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার বেশি নিকটবর্তী হবে, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার ওপর সালাত পাঠ করবে।”
عن عبد الله بن مسعود -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «إنَّ أَوْلَى الناسِ بي يومَ القيامةِ: أَكْثَرُهُمْ عَلَيَّ صلاةً».
شرح الحديث :
হাদীসের অর্থ: কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের এবং তার শাফা‘আত লাভের সবচেয়ে বেশি হকদার লোক তারা যারা তার ওপর অধিক পরিমাণে সালাত পাঠ করে।