فوائد ذكر الله عز وجل
ইবন মাসঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার বেশি নিকটবর্তী হবে, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার ওপর সালাত পাঠ করবে।”  
عن عبد الله بن مسعود -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «إنَّ أَوْلَى الناسِ بي يومَ القيامةِ: أَكْثَرُهُمْ عَلَيَّ صلاةً».

شرح الحديث :


হাদীসের অর্থ: কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের এবং তার শাফা‘আত লাভের সবচেয়ে বেশি হকদার লোক তারা যারা তার ওপর অধিক পরিমাণে সালাত পাঠ করে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية