الأدعية المأثورة
আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিবেবে বর্ণিত: “হে আল্লাহ আমি ঋণের বোঝা, দুশমণের প্রাধান্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি।”  
عن عبد الله بن عمرو -رضي الله عنهما- مرفوعاً: «اللَّهُمَّ إني أعوذ بك من غَلَبَةِ الدَّيْنِ, وغَلَبَةِ العدو, وشَمَاتَةِ الأعداء».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণের বোঝা ও কষ্ট যার ফলে তা আদায় করা অক্ষম হয় তা থেকে এবং তার ওপর দুশমনের বিজয় ও সাহায্য লাভ থেকে এবং তার দেহ পরিবার ও ধনসম্পদের মধ্যে যে সব বিপদ আপদ আসে তাতে দুশমনদের খুশি ও উল্লাস প্রকাশ করা থেকে আল্লাহর নিকট আশ্রয় চান।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية