الحياة الآخرة
আবদুল্লাহ্ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফূ হিসেবে বর্ণিত, “যেদিন সকল মানুষ জগতসমূহের রবের সামনে দন্ডায়মান হবে” এমনকি সেদিন কেউ কেউ তার ঘামের মধ্যে কানের লতা পর্যন্ত ডুবে যাবে।  
عن عبد الله بن عمر -رضي الله عنهما- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: «يقوم الناس لرب العالمين حتى يَغِيبَ أحدهم في رَشْحِهِ إلى أَنْصَافِ أُذُنَيْهِ».

شرح الحديث :


যেদিন সব মানুষ সৃষ্টিকূলের রবের সামনে দাঁড়াবে যাতে তিনি তাদের প্রতিদান দেন, সেদিন কতিপয় ব্যক্তির কানের লতি পর্যন্ত ঘাম পৌঁছে যাবে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية