آداب الأكل والشرب
আবূ হুরায়রা ও আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুম হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশক অথবা পানির বড় পাত্রের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন।
عن أبي هريرة وعبد الله بن عباس -رضي الله عنهم- قالا: نَهَى رسولُ اللهِ -صلى الله عليه وسلم- أَنْ يُشْرَبَ مِنْ فِي السِّقاءِ أو القِرْبَةِ.
شرح الحديث :
কোন কষ্টদায়ক বস্তুর আশঙ্কা থেকে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন। হতে পারে তাতে কষ্টদায়ক কিছু থাকবে যা পানকারী দেখবে না ফলে তা তার পেটে চলে যাবে।