آداب الكلام والصمت
আবূ কারীমা মিকদাদ ইবনে মা’দী কারিব রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন কোন মানুষ তার ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।”
عن أبي كريمة المقداد بن معد يكرب -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: «إِذَا أَحَبَّ الرَّجُلُ أَخَاهُ، فَلْيُخْبِرْهُ أَنَّهُ يُحِبُّهُ».
شرح الحديث :
অসংখ্য হাদীস আল্লাহর জন্য ভালোবাসার প্রতি দাওয়াত দেয় এবং এর সাওয়াবের সংবাদ দিয়ে থাকে। এ হাদীসিটি একজন মু’মিন অপর মু’মিনের সাথে সু-সম্পর্কের কারণে সৃষ্টি হয় এমন একটি গুরুত্বপূর্ণ অর্থের প্রতি ইঙ্গিত দেয়। যেমন এ বিষয়টি মহব্বতের কারণে প্রসার লাভ করে। আর তা হলো, তার ভাইকে এ সংবাদ দেওয়া যে, সে তাকে মুহাব্বত করে। ইসলামী সমাজের মানুষের মধ্যে মহব্বত এবং ইসলামী ভ্রাতৃত্বের দ্বারা সামাজিক বন্ধন শক্তিশালী করা সামাজিক ভিত্তিকে বিচ্ছিন্নতা ও অঘটন থেকে রক্ষা করতে সহায়ক হয়। এ গুলো সবই বাস্তবায়িত হয়, মহব্বতের কারণসমূহ কার্যকর করা দ্বারা। যেমন, আল্লাহর জন্য ভালোবাসে এমন দুইজনের মাঝে মহব্বাতের সংবাদগুলো আদান প্রদান করা।