فضائل صلة الأرحام
জুবাইর ইবনে মুতইম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না।”
عن جبير بن مطعم -رضي الله عنه- مرفوعاً: «لا يدخل الجنة قاطع».
شرح الحديث :
হাদীসটি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা নিষিদ্ধ হওয়ার প্রমাণ। আর এটি কবীরাহ গুনাহ। আর হাদীসের অর্থ: শাস্তি ভোগ করা ছাড়া প্রবেশ করবে না। অন্যথায় একেবারে প্রবেশ করাকে না করা হয়নি। কারণ, আত্মীয়তা ছিন্নকারী কাফির নয় যে, তার ওপর জান্নাত হারাম হবে। বরং তাওহীদে বিশ্বাসী হওয়াতে তার পরিণতি অবশ্যই জান্নাত। তবে প্রবেশ করার পূর্বে গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে।