آداب الأكل والشرب
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “যখন তোমাদের কেউ খায় সে যেন তার ডান হাত দিয়ে খায় এবং যখন পান করে তখন সে যেন তার ডান হাত দিয়ে পান করে। কারণ, শয়তান তার বাম হাত দিয়ে খায় এবং পান করে।”  
عن عبد الله بن عمر -رضي الله عنهما- مرفوعاً: «إذا أكل أحدكم فليأكل بيمينه، وإذا شرب فليشرب بيمينه، فإن الشيطان يأكل بشماله، ويشرب بشماله».

شرح الحديث :


হাদীসটিতে ডান হাতে খেতে ও পান করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর তাতে আরও বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া ও পান করা শয়তানের কর্ম।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية