التشبه المنهي عنه
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা মারফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করল সে তাদের অন্তর্ভুক্ত হবে”।  
عن عبد الله بن عمر -رضي الله عنهما- عن النبي -صلى الله عليه وسلم-قال: «من تَشبَّه بقوم, فهو منهم».

شرح الحديث :


হাদীসটি ব্যাপকতা বুঝায়। যে ব্যক্তি নেককার লোকদের সাথে সাদৃশ্য রাখে সে নেককার হবে এবং তাদের সাথে হাশর করা হবে। আর যে কাফিরদের অথবা ফাসেকদের সাথে সাদৃশ্য রাখে সে তাদের তরীকা ও মাসলাক অনুযায়ীই হবে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية