آداب الأكل والشرب
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “তোমাদের কেউ দাঁড়িয়ে পান করবে না।”  
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «لا يشربَنَّ أحدٌ منكم قائما».

شرح الحديث :


হাদীসটি দাঁড়িয়ে পান করা নিষিদ্ধ হওয়াকে অন্তর্ভুক্ত করে। যদি দাঁড়িয়ে পান করার কোনো প্রয়োজন না থাকে তখন দাঁড়িয়ে পান করা মাকরূহ।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية