ذم حب الدنيا
খাওলাহ বিনতে আমের আল-আনসারীয়্যাহ রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “কিছু লোক আল্লাহর মাল নাহক ব্যয়-বন্টন করবে। সুতরাং তাদের জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন রয়েছে।”
عن خولة الأنصارية -رضي الله عنها- قالت: قال رسول الله -صلى الله عليه وسلم-: «إن رجالاً يَتَخَوَّضُون في مال الله بغير حق, فلهم النار يوم القيامة».
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক লোক যারা মুসলিমদের সম্পদে অন্যায়ভাবে খরচ করে তাদের সম্পর্কে সংবাদ দিয়ে বলেন যে, তারা তা অন্যায়ভাবে গ্রহণ করে থাকে। এর মধ্যে রয়েছে ইয়াতীমের মাল ভক্ষণ করা, হকদার ছাড়া অন্যায়ভাবে ওয়াকফের সম্পদ ভক্ষণ করা, আমানতকে অস্বীকার করা এবং অন্যায়ভাবে ও সর্ব সাধারণের অনুমতি ছাড়া তা গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে, কিয়ামতের দিন এ কারণে তাদের শাস্তি হলো জাহান্নাম।