شفقته صلى الله عليه وسلم
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “হে আল্লাহ! যে আমার উম্মতের কোনো কাজের কিছু দায়িত্ব নিল এবং তাদের ওপর কঠোরতা করল, তুমি তার ওপর কঠোরতা কর।”  
عن عائشة -رضي الله عنها- مرفوعاً: «اللهم من وَلِيَ من أمر أمتي شيئاً, فشَقَّ عليهم؛ فاشْقُقْ عليه».

شرح الحديث :


ছোট হোক বা বড় হোক যে ব্যক্তি মুসলিমদের কোনো কাজের দায়িত্ব পেয়ে তাদের ওপর কষ্ট চাপিয়ে দিল তার জন্য হাদীসটিতে কঠিন হুমকি রয়েছে। আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদ-দো‘আ দ্বারা যে, আল্লাহ তা‘আলা তাকে তার আমলের ধরণ অনুযায় বিনিময় দিবেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية