صلاة العيدين
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর ও উমার রাদিয়াল্লাহুমা খুতবার পূর্বে দুই ঈদের সালাত আদায় করতেন।  
عن عبد الله بن عُمر -رضي الله عنهما- قال: «كان النبي -صلى الله عليه وسلم- وأبو بكر وعُمر يصلون العيدين قبل الخُطْبة».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদীনের অভ্যাস ছিল তারা মানুষদের নিয়ে ঈদুল আযহা ও ফিতরের সালাত আদায় করতেন এবং খুতবা দিতেন। আর খুতবার আগে সালাত আদায় করতেন। এভাবে আমল চলছিল। তারপর আসল মারওয়ানের যুগ। তখন সালাতের আগে খুতবা দেওয়া আরম্ভ করলেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية