صلاة العيدين
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর ও উমার রাদিয়াল্লাহুমা খুতবার পূর্বে দুই ঈদের সালাত আদায় করতেন।
عن عبد الله بن عُمر -رضي الله عنهما- قال: «كان النبي -صلى الله عليه وسلم- وأبو بكر وعُمر يصلون العيدين قبل الخُطْبة».
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশেদীনের অভ্যাস ছিল তারা মানুষদের নিয়ে ঈদুল আযহা ও ফিতরের সালাত আদায় করতেন এবং খুতবা দিতেন। আর খুতবার আগে সালাত আদায় করতেন। এভাবে আমল চলছিল। তারপর আসল মারওয়ানের যুগ। তখন সালাতের আগে খুতবা দেওয়া আরম্ভ করলেন।