الرقية الشرعية
আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “মন্ত্র, তাবীয, গিটযুক্ত মন্ত্রের সূতা হলো শির্কের অন্তর্ভুক্ত।”  
عن عبد الله بن مسعود -رضي الله عنه- قال: سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: "إن الرقى والتمائم والتِّوَلَة شرك".

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, গায়রুল্লাহ থেকে ক্ষতিকে প্রতিহত ও উপকার লাভ করার উদ্দেশ্যে এ ধরনের বস্তু ব্যবহার করার মানে আল্লাহর সাথে শরীক করা। কারণ, ক্ষতিকে প্রতিহত করা এবং উপকার করার মালিক একমাত্র আল্লাহ তা‘আলা। এ হাদীসটি দ্বারা উদ্দেশ্য হলো এ ধরনের কর্মসমূহ থেকে নিষেধ করা। ‘রুকা-কে আযায়েম বা মন্ত্র বলা হয়। আর তামায়েম হচ্ছে ঐ সব তাবীয, কবয, কড়ি ও দানা যে গুলো মানুষ বদ-নযর ইত্যাদি থেকে হিফাযতের জন্য বাচ্চাদের গলায় ঝুলিয়ে থাকে। আর তিওয়ালাহ হলো, যা স্বামী ও স্ত্রী দু’জনের একজনকে অপর জনের প্রতি আসক্ত করার উদ্দেশ্যে লাগানো হয়। এগুলো আল্লাহর সাথে শির্ক।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية