الصلح وأحكام الجوار
আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আবদুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “সর্বদা জিবরীল আমাকে প্রতিবেশীর ব্যাপারে অসীয়ত করতে ছিলেন, এমনকি আমি ধারণা করলাম শীঘ্রই তাকে ওয়ারিস করে দেওয়া হবে।”  
عن عائشة -رضي الله عنها-, وعبد الله بن عمر-رضي الله عنهما- قالا: قال رسول الله -صلى الله عليه وسلم-: «ما زال جبريل يوصيني بالجار، حتى ظننت أنه سيورِّثه».

شرح الحديث :


জিবরীল সর্বদা আমাকে প্রতিবেশীর ব্যাপারে যত্নশীল হতে অসীয়ত করতে ছিলেন। এমনকি আমি ধারণা করলাম যে, শীঘ্রই জিরবীল প্রতিবেশীর ওয়ারিসের ব্যাপারে অহী নিয়ে অবতরণ করবেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية