الصلح وأحكام الجوار
আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আবদুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “সর্বদা জিবরীল আমাকে প্রতিবেশীর ব্যাপারে অসীয়ত করতে ছিলেন, এমনকি আমি ধারণা করলাম শীঘ্রই তাকে ওয়ারিস করে দেওয়া হবে।”
عن عائشة -رضي الله عنها-, وعبد الله بن عمر-رضي الله عنهما- قالا: قال رسول الله -صلى الله عليه وسلم-: «ما زال جبريل يوصيني بالجار، حتى ظننت أنه سيورِّثه».
شرح الحديث :
জিবরীল সর্বদা আমাকে প্রতিবেশীর ব্যাপারে যত্নশীল হতে অসীয়ত করতে ছিলেন। এমনকি আমি ধারণা করলাম যে, শীঘ্রই জিরবীল প্রতিবেশীর ওয়ারিসের ব্যাপারে অহী নিয়ে অবতরণ করবেন।