التوبة
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়ার পূর্বে তাওবা করবে, আল্লাহ তার তাওবা গ্রহণ করবেন।”
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا تَابَ اللهُ عَلَيْهِ».
شرح الحديث :
হাদীসটি সংবাদ দিচ্ছে যে, পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তা‘আলা তাঁর পাপী বান্দাদের তাওবা কবূল করবেন। কেননা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হচ্ছে তাওবা কবূলের সর্বশেষ সময় এবং তা কিয়ামতের বড় আলামতসমূহের একটি।