فضائل أعمال القلوب
উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যদি তোমরা যথার্থই আল্লাহর ওপর ভরসা করতে, তাহলে তিনি অবশ্যই তোমাদেরকে পাখির মত রিযিক দান করতেন। ভোরবেলা পাখিরা খালিপেটে (বাসা থেকে) বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা উদর পূর্তি করে (বাসায়) ফিরে আসে।”  
عن عمر بن الخطاب -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- أنه قال: «لو أنكم كنتم توَكَّلُون على الله حق توَكُّلِهِ لرزقكم كما يرزق الطير، تَغْدُو خِمَاصَاً، وتَرُوحُ بِطَاناَ».

شرح الحديث :


এ হাদীসটি আমাদেরকে সকল কাজে আল্লাহ তা'আলার ওপর তাওক্কুল (নির্ভরশীল) করতে নির্দেশ দেয়। তাওয়াক্কুলের হাকীকত হচ্ছে, দীন ও দুনিয়ার কাজে কল্যাণ লাভ ও অনিষ্ট দূরার জন্যে আল্লাহ তা‘আলার ওপর নির্ভর করা। কেননা, আল্লাহ তাআলা ব্যতীত কেউ প্রদান করে না, আটকে রাখে না এবং ক্ষতি ও উপকার করে না। আর মানুষের দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এমন কাজ করা যা তার জন্যে উপকার নিয়ে আসে ও তার ক্ষতি দূরে। “যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন।” “মুমিনগণ যেন একমাত্র আল্লাহর ওপরেই ভরসা করে।” অতএব, বান্দা যখন এমন করবে তখন আল্লাহ তা‘আলা তাকে রিযিক দিবেন যেমন পাখিদের রিযিক দেন যারা সকাল বেলায় ক্ষুধার্ত বের হয় এবং সন্ধায় ভরা পেটে ফিরে আসে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية