الأخلاق الحميدة
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে।”
عن أنس بن مالك -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- قال: «لا يؤمنُ أحدُكم حتى يحبَّ لأخيه ما يحبُّ لنفسِه».
شرح الحديث :
পরিপূর্ণ ঈমানদার ব্যক্তির উচিৎ সে নিজের জন্য যা পছন্দ করবে তার মুসলিম ভাইয়ের জন্যও তা পছন্দ করা। এই ভালোবাসার অর্থ হলো, যেসকল বিষয়ে উপকার রয়েছে সেকল বিষয়ে তার ভাইকে সহায়তা করা, চাই তা দীনি হোক বা দুনিয়াবী হোক। যেমন, নসীহত, ভালো কাজের নির্দেশনা, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ এবং অন্যান্য এমন বিষয় যা সে নিজের জন্য পছন্দ করে। সুতরাং ব্যক্তি তার মুসলিম ভাইকে সে দিকে পথ দেখাবে। আর যে কাজ নিজের জন্য অপছন্দ করবে এবং যার মধ্যে কমতি বা ক্ষতি রয়েছে সে তা থেকে তার ভাইকে দূরে রাখবে।