أعمال القلوب
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন।”  
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «إنَّ الله لا ينْظُرُ إِلى أجْسَامِكُمْ، ولا إِلى صُوَرِكمْ، وَلَكن ينْظُرُ إلى قُلُوبِكمْ وأعمالكم».

شرح الحديث :


নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতির ওপর ভিত্তি করে সাওয়াব এবং প্রতিদান দেন না, আর এর মাধ্যমে তোমাদের জন্য আল্লাহ তা‘আলার নৈকট্য অর্জন হবে না, বরং তোমাদের অন্তরের ইখলাস, সততা ও সৎ আমলের ওপর ভিত্তি করে পুরস্কার অর্জিত হবে, যা তোমরা আঞ্জাম দাও।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية