لباسه صلى الله عليه وسلم
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সকালে বের হলেন, তখন তাঁর দেহে পালানের ছবি যুক্ত কাল লোমের চাদর ছিল।
عن عائشةَ -رضي الله عنها- قالت: خَرَجَ رسولُ اللهِ -صلى الله عليه وسلم- ذَاتَ غَدَاةٍ، وعليه مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعْرٍ أَسْوَدَ.
شرح الحديث :
উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন। তন্মধ্যে একটি হলো, দিনের শুরুতে কোনো এক সময় তিনি সাহাবীদের মাঝে উপস্থিত হলেন, তখন তাঁর দেহে পালানের ছবি যুক্ত কাল লোমের চাদর ছিল। অথবা সেটি এমন পোশাক যার মধ্যে পালানের নকশার ন্যায় নকশা ছিল।