زيادة الإيمان ونقصانه
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন: মুমিন কোনো কল্যাণ করেই স্বস্তি পায় না, যতক্ষণ না তার শেষ ঠিকানা জান্নাত হয়।  
عن أبي سعيد الخُدْرِي -رضي الله عنه- عن رسول الله -صلى الله عليه وسلم- قال: «لن يشبع مؤمن من خير حتى يكون منتهاه الجنة».

شرح الحديث :


হাদীসের অর্থ: অর্থাৎ যেসব আমল ব্যক্তিকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, সেগুলো করা থেকে মুমিন কখনো ক্ষান্ত হয় না, বরং অনবরত করতে থাকে, অতঃপর মুর্তুর পর তার জীবনে কৃত আমলের বিনিময়ে জান্নাতে চলে যায়। আর এসব আমলের ভেতর সর্বোত্তম আমল হচ্ছে শর‘ঈ ইলম অর্জন করা। এরূপ অর্থ প্রদানকারী আরেকটি হাদীস, আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, “দু’জন আগ্রহী কখনো পরিতৃপ্ত হয় না: ইলমে আগ্রহী কখনো ইলম অর্জন করে পরিতৃপ্ত হয় না এবং দুনিয়ার আগ্রহী কখনো দুনিয়া অর্জন করে পরিতৃপ্ত হয় না।” মিশকাতুল মাসাবীহ গ্রন্থে শাইখ আলবানী হাদীসটি সহীহ বলেছেন: (১/৮৬), হাদীস নং (২৬০)  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية