ذم حب الدنيا
আবূ হুরায়রা রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“দুনিয়া হলো মু’মিনের জেলখানা আর কাফেরের জান্নাত।”  
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «الدنيا سِجنُ المؤمن، وجَنَّةُ الكافر».

شرح الحديث :


কিয়ামতের দিন আল্লাহ তা‘আলা একজন মু’মিনের জন্য যে সব চিরস্থায়ী নি‘য়ামত প্রস্তুত করে রেখেছেন, সে তুলনায় এ দুনিয়া তার জন্য জেলখানা। পক্ষান্তরে কিয়ামতের দিন একজন কাফিরের জন্য যে স্থায়ী শাস্তি তৈরি করা হয়েছে, সে তুলনায় তার জন্য এ দুনিয়া হলো তার জান্নাত।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية